অশ্লীল ভিডিও ধারণই ছিলো দুই নারী ইউপি সদস্যের কাজ
কালীগঞ্জে দুই নারী ইউপি সদস্যসহ ৪ প্রতারক গ্রেফতার
স্টাফ রিপোর্টার: প্রেম-ভালোবাসাসহ নানা প্রলোভন দেখিয়ে ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়া ছিলো ২ নারী ইউপি সদস্যের কাজ। এ কাজে সহায়তা করতো আরও দু’জন। গত শুক্রবার রাতে এ চক্রকে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, শুক্রবার ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার কর হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জের নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বাসাতে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ধারণ করে রাখে। পরে তাদেরকে ব্লাকমেইলিং করে অর্থ আদায় করে আসছিল। এরপর ভুক্তভোগীকে পারিবারিক ও সামাজিকভাবে সম্মানহানি করার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলো। তিনি আরও জানান, গত ৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে চক্রের সদস্য রুহানি আক্তার ওরফে শিলার মাধ্যমে প্রেম-ভালোবাসার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী হারুন অর রশীদকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা. নুর নেহা। এ সময় তিনি তাদেরকে নিজবাড়ি ইউনিয়নের কুলফাডাঙ্গা গ্রামে রাখে। এরপর বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে অশ্লীল ছবি মোবাইলফোনে ধারণ করে এবং ধারণকৃত অশ্লীল ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ১ লাখ ১৯ হাজার টাকা চাঁদা দাবি করে আদায় করে। এরপর হারুন অর রশীদ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করে। তার প্রেক্ষিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার সময় কালীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপরাধ চক্রের সদস্য কুলফডাঙা গ্রামের বাবলু ম-লের স্ত্রী মোসা. নুর নেহা (৪০), করাতিপাড়া গ্রামের হাসান ম-লের স্ত্রী ও ইউপি নারী সদস্য জাহানারা বেগম (৬০), কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের বাসিন্দা আব্দুল জলীল ম-লের মেয়ে রুহানি আক্তার শিলা (২০) ও সদর উপজেলার কুলফাডাঙা গ্রামের মসলেম ম-লের ছেলে আজিম ম-ল (৩৫) আটক করে। আটককৃত আসামিদের হেফাজত হতে অভিযোগকারীর কাছ থেকে আদায়কৃত অর্থের ১ লাখ ১৯ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার-টাকা উদ্ধার করা হয়। এছাড়া অপরাধ চক্রের পলাতক অন্যান্য সদস্যদের আটক অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।