জলিল হুজুর
আহাদ আলী মোল্লা
উনি জলিল হুজুর
করেন গুজুর গুজুর
পয়সা তোলেন ভয় দেখিয়ে
হরেক রকম জুজু’র।
ফেলের খাতা পাস করিয়ে
পয়সা কড়ি নাশ করিয়ে
পাতেন নয়া ফাঁদ;
চেহারাতে আওলিয়া ভাব
ভেতরে জল্লাদ।
লাখো লাখো…
নামেই মানুষ তারা
আহাদ আলী মোল্লা
মহা মানব চেহারাতেও
আছে অনেক জাত
বেহায়া বজ্জাত;
যেই পাতে খায় সুযোগে ফের
ফাঁক করে সেই পাত।
ওদের দেখে ঘেন্না লাগে
থুতু ছেটাই আর
ধুলো ওড়াই পা’র;
চুন কালি দিই নাকে মুখে
যারা…
সড়কটা হয় নকল
আহাদ আলী মোল্লা
আজকে যদি নির্মাণ হয়
সড়ক ভাঙে কালকে
ধরতে কেউই পারবে না সেই
ঠিকাদারের চালকে।
বালু খোয়ায় ফাঁকি দিয়ে
নির্মিত এই সড়ক
নইলে কি আর ওদের বাপু
থাকে এমন ভড়ক।
দেয় না পাথর পিচেও ভেজাল…
ছাড়ো দেশ ত্রস্ত
আহাদ আলী মোল্লা
যারা যত কৌশলে ওই পথ ধরবে
ঠাঁই নেই ঠাঁই নেই সব ব্যাটা মরবে
ছেড়ো নাকো মাত্রা
হবে নারে জঙ্গির মোটে শুভ যাত্রা।
এই দেশ আমাদের বাঙালির রক্ত
সবুজ এই বাংলার সকলেই ভক্ত
কারো কোনো…
নিম্নমানের ইট
আহাদ আলী মোল্লা
নিম্নমানের ইট দিয়ে হয়
বাগদারি এক রাস্তা,
কিন্তু তাতে নেই কারোরই
তিল পরিমাণ আস্থা।
বললে করেন থোড়ায় কেয়ার
মূল কথা নেই গোড়ায় কেয়ার
ভোগিজোগির মামা;
যেমন তেমন সড়ক বানান
পেটটা…
মাদক এরই নাম
আহাদ আলী মোল্লা
জামাই বাবু নেশা করে
চায় টাকা রোজ রোজ,
বিকেল হলে আখড়াতে যায়
রয় না বাড়ি খোঁজ।
আজকে যদি গাঁজা টানে
কাল ইয়াবা খায়,
ফেনসিডিলের বোতল নিয়ে
গোভাগাড়ে যায়।
পরশু দেখি হেরোইনের
চুরুট…