টিপ্পনী : ডিজেল ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি জাতীয় কৃষক সমিতির

খবর:(ডিজেল ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি জাতীয় কৃষক সমিতির)

বাংলাদেশে যা বাড়ে তা কমে না

কারোর ভুঁড়ি উঁচু হলে দমে না

খাইকুড়েরা খেয়েই সাবাড়-

হাদানে তাই জমে না।

 

দান বসালে সহজে কেউ ছাড়ে না

বাগানো মাল আলগা করে নাড়ে না

সেয়ানা লোক কৌশলে নেয়

জোর জুলুমে কাড়ে না।

 

কেউ যদি বা জুড়ে বসে সরে না

আল্লাদে তার গদ গদ ধরে না

যে যতো পায় ততো লালায়-

উদর মোটে ভরে না।

 

-আহাদ আলী মোল্লা।

 

 

 

Comments (0)
Add Comment