টিপ্পনী

 

খবর:(ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী ইনতাজুল র‌্যাবের হাতে আটক)

 

খুব সেয়ানা খুব চালাকি

সারা জীবন করলে তুমি,

ফেনসিডিলের বোতল নিয়ে

শূন্য পকেট ভরলে তুমি।

 

টাকার লোভে আইন পুলিশ

তুচ্ছ করে ভাবলে তুমি,

মাদক দিয়ে যুব সমাজ

ছিঁড়ে খেলে খাবলে তুমি।

 

কারোর কথা না শুনে ছাই

উল্টো পথে হাঁটলে তুমি,

তাইতো তোমার কপাল খারাপ

হাজতখানা খাটলে তুমি।

 

 

 

Ñআহাদ আলী মোল্লা

wUàbx

Comments (0)
Add Comment