বললে কথা
আহাদ আলী মোল্লা
আমার দেশের রাস্তা-সড়ক
দখল করার চলছে ফড়ক
দুর্ঘটনা ঘটছে তাই;
হাঁটছি চলছি কিন্তু সঠিক
চলার মতো উপায় নাই।
সড়ক সবাই করছে দখল
আমার তোমার যাচ্ছে ধকল
বাঁচার উপায় নেই;
পা বাড়ালেই দুর্ঘটনা
অবস্থাটা এই তো এই।
হচ্ছে চিকন রাস্তা বেজায়
ফুটপাতে আর এখন কে যায়
রাস্তা খেয়ে শেষ;
এই অভিযোগ আমরা এখন
করবো কোথায় পেশ?
বললে কথা ওরা শাসায়;
তাই প্রতিবাদ লেখার ভাষায়।
সূত্র (চুয়াডাঙ্গায় রাস্তা উদ্ধারে অভিযান শুরু)