টিপ্পনী – যান পাতিয়ে দোস্তি

-আহাদ আলী মোল্লা

যান পাতিয়ে দোস্তি

আহাদ আলী মোল্লা

মুরগি পালন করবো না আর
নতুন প্ল্যান আমার,
আসলে এসে দেখতে পারেন
করছি তেলের খামার।

ঘানি ছাড়াই বেরুচ্ছে তেল
ব্যাপারটা খুব মজার,
খেলবে না এই ধ্যান ধারণা
পুঁচকে মাথায় ফজার।

নতুন নতুন বুদ্ধি আমার
ক্যাচ করে যায় মাথায়,
এক রাতে সেই বুদ্ধি খেলি
দোস্তি লোকে পাতায়।

পয়সা টাকায় বুক ভরে যায়
মনখানা পায় ¯^স্তি,
বুদ্ধি নেবেন, অঢেল মজুদ
যান পাতিয়ে দোস্তি।

সূত্র (হরিণাকুণ্ডুতে মুরগির খামারে ড্রাম ড্রাম তেল)
টিপ্পনী
Comments (0)
Add Comment