স্টাফ রিপোর্টার: কবি ময়নুল হাসান দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবে চুয়াডাঙ্গা লেখক সংঘ এ স্মরণসভার আয়োজন করে। একই সাথে সদ্য প্রয়াত মকবুলার রহমানকেও স্মরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতিত্ব ডা. শাহীনূর হায়দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রধান উপদেষ্টা জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আব্দুল গফুর, সরোজগঞ্জ তেতুল শেখ কলেজ ও ছাদিমান নেছা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লাহ শেখ, সাংবাদিক জামান আখতার, চুয়াডাঙ্গা লেখক সংঘের সহসভাপতি ওমর আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন কাবিলনগর আলিম মাদরাসার প্রভাষক আরিফুল ইসলাম। কবি ময়নুল হাসানের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন কবি মুরশিদ, সাইপুল ইসলাম, অ্যাড. বজলুর রহমান, কবি গোলাম রহমান চৌধুরী, অশোক দত্ত, শোয়েব দরবেশ, মেহজাবিন শাপলা, দিলরুবা খানক খুকু, আব্দুল হামিদ ফকির, ইনতাজুল আশিক, তাসফিয়া আকতার মালা, সোনিয়া আকতার, কিংকর কুমার দে, অহনা হাবিব, জাকিয়া সুলতানা ঝুমুর, কামরুজ্জামান রানা, মশিউর রহমান বাবু, একেএম ইউনুফ হাসান, রোয়ান রাইনা ও উম্মে ফাতেমা। এছাড়াও উপস্থিত ছিলেন মেফতাজুল ইসলাম স্বপন, তানভীর আহম্মেদ, রাফিজুল ইসলাম, নাজমুল হুসাইন। অনুষ্ঠান পরিচারনা করেন চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।