টিপ্পনি

খবর: (ঝিনাইদহে বিএনপির প্রতিনিধিসভায় ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর)

রাজনীতিতে চলছে এখন
নতুন নতুন হাওয়া,
সংঘর্ষ মারামারি
ধাওয়া পাল্টা ধাওয়া।

কারোর কপাল মাথা ফাটে
কারোর কোপে শরীর কাটে
ভাঙচুরও হয় বেশ;
গ-গোলের হয় না তবু
শেষ।

এই কমিটির নেতা উনি
খারাপ মতিগতি
হতেই হবে সেক্রেটারি
নইলে সভাপতি

একটা গ্রুপ দুটো গ্রুপ
পাকায় শুধু দল,
এই কারণে মারামারি
পাচ্ছি সবাই ফল।

– আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment