বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আগামী ২২ ডিসেম্বর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২২ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনটির উদ্বোধন করবেন ভাষা সৈনিক ডা. সাঈদ হায়দার। ২৩ ও ২৪ ডিসেম্বর গুলিস্তানের ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচীর শিল্পীরা সেখানে উপস্থাপন করবেন নানা পরিবেশনা।এছাড়া ২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন ও শপথ গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর এবারের সম্মেলন আয়োজন।