আহাদ আলী মোল্লা
খেজুর গাছের রস থেকে হয় তাড়ি
এ রস খেয়েই খোরের বাড়াবাড়ি
বেসামাল ওই মাতাল পড়ে ঢুলে
লুঙ্গি জামা পোশাকও যায় খুলে
মাঝে মাঝে খোর বেটারা
পরের ঘরে যায়;
হুঁশ নাই হুঁশ নাই।
তাড়ির ভাঁড়ে মশা মাছির মেলা
ডিম পাড়ে আর নেচে করে খেলা
ইঁদুরে ডুব পাড়ে তাড়ির জলে
ও জল খেয়েই নেশার গাড়ি চলে
বেহুঁশ হয়ে পড়ে থাকে
তাতেই মজা পায়;
হুঁশ নাই হুঁশ নাই।
সূত্র: (চুয়াডাঙ্গা খেজুরার মহিদুল গ্রেফতার : তাড়ি উদ্ধার)।