হায় রে আজব দেশ

আহাদ আলী মোল্লা

দিনদুপুরে মানুষ গায়েব
অপহরণ করলো কারা,
পুলিশ কিছুই জানে না গো
তাকে হঠাৎ ধরলো কারা।

হচ্ছে মানুষ হাওয়া;
এ তল্লাটে খুঁজে খুঁজে
যায় না তাকে পাওয়া-
পরিবারে কান্নাকাটি
বন্ধ নাওয়া খাওয়া।

বাইরে ঘরে আতঙ্ক ভয়
শঙ্কা নিয়ে চলি,
বাঁচার আশার গুড়ে বালি
দিলাম জলাঞ্জলি।

ধরলো যারা তাদের নাকি
শাদা পোশাক- বেশ
হায় রে আজবে দেশ!
সূত্র (চুয়াডাঙ্গায় পিস্তল ধরে নার্সারি মালিক নজরুলকে অপহরণ)

 

Comments (0)
Add Comment