হাসপাতালের দালাল

আহাদ আলী মোল্লা
কাছে এসে খাতির জমায়
হেসে কুটুম পাতায়,
যতœ সেবার সঙ্গে রোগীর
পানি ঢালে মাথায়।

আত্মীয়তার সে কী দরদ
মিষ্টি কথাও বলে মরদ
গলদ রেখে চলে ফেরে
বেজায় রকম চতুর;
সুযোগ বুঝে তবিল কেটে
দেয় বানিয়ে ফতুর।

পকেটে নেই কানা কড়ি
ঠক প্রতারক ছড়াছড়ি
কয়েক ডজন দালাল,
হাসপাতালের বারো বাজে
ফুলে ওদের গা লাল!
সূত্র: (মেহেরপুর জেনারেল হাসপাতালে সক্রিয় ৩০ দালাল)
১২.০৬.২০১৭

Comments (0)
Add Comment