হামলা

আহাদ আলী মোল্লা
হামলা করায় পটু অনেক
মানুষ মারেন দুমদাম,
সমাজপতি মানুষ তিনি
ঘুরে বেড়ান ভুমভাম।

সঙ্গে থাকেন ক্যাডার বড়ে
ঘোরেন মোটরবাইক চড়ে
দ্বন্দ্ব ফ্যাসাদ যেইখানে যা
বেড়ান সবাই মিটিয়ে;
মাঝে মাঝে নেন তারা খুব
হাতের খায়েশ মিটিয়ে।

আপদ বিপদ থামান তারা
পয়সা কড়ি কামান তারা
তবিল পকেট কাটেন,
স্বার্থ যেদিক সেদিক পানে
হামলা করেও হাঁটেন।

সবাই মহারতি
বাজে মতিগতি।
সূত্র: (জীবননগরের হরিহরনগরে মেম্বারের নেতৃত্বে হামলা)
১১.০৬.২০১৭

Comments (0)
Add Comment