আহাদ আলী মোল্লা
ওরাই জানে ফেনসিডিলে
কত্ত মজার রস
তাই তো বুঝি গুষ্টি ধরে
ওরা এটার বশ।
ফেনসিডিলের বোতল রোজই
ওই বেটারা টানে
কী করে খায় কী ভাবে খায়
ওরাই শুধু জানে।
সকালে খায় বিকেলে খায়
সন্ধ্যা কি বা রাতে
একদল খোর আড্ডা জমায়
দল বেধে এক সাথে।
মাঝে মাঝে ধরাও পড়ে
খাটে হাজত জেল
তবু শালার বদমাশদের
হলো না আক্কেল।
সূত্র:ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার রনি গ্রেফতার।