সড়কটা হয় নকল

আহাদ আলী মোল্লা

আজকে যদি নির্মাণ হয়
সড়ক ভাঙে কালকে
ধরতে কেউই পারবে না সেই
ঠিকাদারের চালকে।

বালু খোয়ায় ফাঁকি দিয়ে
নির্মিত এই সড়ক
নইলে কি আর ওদের বাপু
থাকে এমন ভড়ক।

দেয় না পাথর পিচেও ভেজাল
দিচ্ছে কারা; মোড়ল-
দিনে দিনে দেশের আধেক
করলো খেয়ে খোড়ল।

ভাঙছে খালি জোড়া তালি
যাচ্ছে লোকের ধকল
আসল টাকার পিন্ডি মেরে
সড়কটা হয় নকল

সূত্র: (চুয়াডাঙ্গা সড়ক রিপিয়ারিঙে বছরে কোটি টাকা ব্যয়)

Comments (0)
Add Comment