আহাদ আলী মোল্লা
চৌকিদারের বেজায় ঠেলা
মনে মনে জমছে খেলা
করছো কেন হেলা ফেলা
ভাই;
ওর বহরেই মাদক যতো
জানাচ্ছে গুড বাই।
গ্রাম পুলিশের অভিযানে
আসল পুলিশ ভাবে,
ওরাই বোধ হয় এই পুলিশে
পদোন্নতি পাবে।
তখন কোথায় থাকবে শরম
ছুড়বে লোকে ঘেন্না চরম
মেজাজটা খুব হচ্ছে গরম
তাই;
এসব শুনে অবশেষে
চৌকিদারে বললো হেসে
ভাব নিয়ে লাভ হবে না সৎ
সাহস থাকা চাই
সূত্র: (আন্দুলবাড়িয়ায় গ্রামপুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযান)