সুচি ও মিন অং

আহাদ আলী মোল্লা

সুচি মিন অং করিসনে ঢং
রোহিঙ্গাদের যম,
জারিজুরি বাহাদুরি
একটু করিস কম।

নর পিচাশ নারী পিচাশ
তোরা দুজন মিলে কী চাষ
বুঝ আসে না কারো,
এমন যদি করিস গদি
উল্টাবে; সরকারও।

ছাড় পাবিনে পার পাবিনে
সিংহাসনও আর পাবিনে
শক্তি কারো ধার পাবিনে
থাকতে সময় থাম;
দে ফিরিয়ে রোহিঙ্গাদের
রাখাইনের গ্রাম।

নইলে তোরা মরবি পাছে
ক্ষেপলে মানুষ খবর আছে।

সূত্র: (রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমার সরকার দোষী সাব্যস্ত)

 

 

Comments (0)
Add Comment