আহাদ আলী মোল্লা
বাড়তি দামে সার বেচে খান
ভাঙেন চাষির মাজা,
সারা বছর এমনিভাবেই
করেন ভাজা ভাজা।
ওদের খুঁটির পেলা বেশি
শক্তি সাহস মেলা বেশি
যায় বলা তাই,
গরিব চাষির ঠকে ঠকে
মাস ও বছর যায়।
আঙুল ফোলে ওদের ঠিকই
চাষিরা হয় পুঁচকে,
চাপ ও ধকল সয়ে সয়ে
মাজাও যায় কুঁচকে।
ব্যবসায়ীদের পোয়া বারো
চাষির বাজে সোয়া বারো।
সূত্র: (কালিগঞ্জে চড়া দামে সার বিক্রি : দু’বব্যসায়ীকে জরিমানা)