আহাদ আলী মোল্লা
পুলিশ এবার পাচশ’ বস্তা
চাল করেছে জব্দ,
চালের মালিক প্রভাবশালী
কেউ কোরো না শব্দ।
এমনিভাবেই সরকারি চাল
হয়ে পড়ে ব্যক্তিকা মাল
দেখছি তাহা খালি চোখেই
অব্দের পর অব্দ।
ওদর জিনিস চোরাই তবু
কেউ বলে না মন্দ,
দেখেও থাকো দু’চোখ বুজে
তোমরা সাজো অন্ধ।
নইলে ওরা ক্ষেঁপলে খবর
দেখিয়ে দেবে হুড়কো যবর
জুটবে শেষে আত্মগোপন
ঢুকবে জেলে নন্দ।
সূত্র: (কুষ্টিয়ায় পাঁচশ’ বস্তা সরকারি চাল জব্দ)