সম্রাট

আহাদ আলী মোল্লা

হাল সুরোত ও লেবাস দেখে
সালাম ঠুকি তাকে;
হঠাত তিনি পড়ে গেলেন
কঠিন দুর্বিপাকে।

অবশেষে পাক্কা সঠিক
খবর জানতে পারি,
লোকটা নাকি মাদক বেচার
খুব বড় কারবারি।

চারশত পিস ইয়াবা তার
মজুদ ছিলো হাতে,
পোশাক বদল মাগার তিনি
পারেননি বদলাতে।

ফেন্সি গাঁজা মদ ইয়াবার
বসান একাই হাট,
মাদক চালান বিক্রিতে তার
নাম হলো স¤্রাট।

সূত্র: (দর্শনা আনোয়ারপুরের মিতুল ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার)

Comments (0)
Add Comment