আহাদ আলী মোল্লা
মানুষ কতো নিষ্ঠুর হয়
প্রমাণ দেখুন তার,
এই ঘটনা সব মানুষের
ডোবায় অহঙ্কার।
শিশুরা সব ফুলের মতো
ফুলের সাথে থাকে,
পাখির মতো মুক্ত মনের
হাজার ছবি আঁকে।
সেই শিশুকে হত্যা করো
কাঁপে না কি জান
ও ছিঃ ছিঃ মানুষ জাতির
থাকলো না আর মান।
তোমরা মানুষ পশুর মতো
পশুর মতো আত্মা,
তাই শিশুকে হত্যা করে
যাও হয়ে লাপাত্তা।
সূত্র: (দামুড়হুদার কলাবাড়িতে হত্যার সাড়ে ৩ মাসের মাথায় শিশুর লাশ উদ্ধার)