আহাদ আলী মোল্লা
আহা সোনার গয়না কতো
হাজার ভরি রানীর মতো
এতো সোনার মালিক যিনি
প্রভাবশালী বড্ড তিনি।
এদিক ওদিক তাকে খুঁজি
তিনি ধরা খাননি বুঝি
জানি জানি এটাই তো হয়
রাঘব বোয়াল আড়ালে রয়।
বলুন দেখি কারণটা কী
আমরা সবাই ভীতু নাকি
আরে বাপু খবর মেলা
গোপনে হয় টাকার খেলা।
ধরুন এবার বোয়ালটাকে
বড়শি দিয়ে টানুন নাকে
নওলা-রাঘব ধরা খেলে
তবেই দেশে শান্তি মেলে!
সূত্র (দামুড়হুদায় বাসের যাত্রীর কাছে মিললো ৬৪ ভরি সোনার গয়না)