শরীরের বল

আহাদ আলী মোল্লা

পুলিশের ঘাড়ে কোপ দিয়েছিলো
ব্যাটা বলো কোন সাহসে,
ভয় করেনিকো পালাতে চায়নি
ধরা দিলো এসে তাও সে।

প্যাদানি খেয়েছে পুলিশের হাতে
ঘেন্না নিয়েছে সমাজের,
এটা ছিলো তার বহু পুরাতন
বাকির খাতার জমা জের।

আহা রে যুবক এতো মাস্তানি
তোলা ছিলো তোর হাদানেই?
এবার দেখিয়ে দে তো বাবা জান
তাতে কারো জোর বাধা নেই।

জানি সব জানি পারবিনে তা রে
কুলোবে না তোর মুরোদে,
গায়ে ব্যথা বুঝি, খাঁড়া হ’ এবার
শরীরের বল পুরো দে।

 

সূত্র (চুয়াডাঙ্গা টাউন দারোগার ঘাড়ে কোপ)

Comments (0)
Add Comment