আহাদ আলী মোল্লা
রাশিয়া খুব শক্তিশালী
সমান চলে চীন,
ওদের মোটা স্বার্থ আছে
সবাই বুঝে নিন।
তাই তো ওদের পক্ষ নিয়ে
স্বার্থ হাসিল লক্ষ্য নিয়ে
বার্মাকে দেয় পেলা;
দ্যাখো কেমন ঠেলা।
এই সুযোগে মার্ডার খতম
করছে মনের মতো-
পেলার জোরে বার্মা এমন
একরোখা উদ্ধত।
কিসের দেমাগ কিসের মেজাজ
সব নীতি হয় ভঙ্গ,
চীন রাশিয়ার ভয়ে কি লেজ
গুটায় জাতিসংঘ?
সূত্র: (মিয়ানমারের পক্ষে চীন ও রাশিয়ার জোরালো অবস্থান)