আহাদ আলী মোল্লা
সকাল বেলা উঠেই শুধু
খারাপ খবর শুনি,
এখানে লাশ ওখানে লাশ
রক্ত খুনোখুনি।
লেগেই আছে লড়াই ফ্যাসাদ দ্বন্দ্ব
কপাল বরাত ভাগ্য খুবই মন্দ
এই তো আছি দিব্যি বেঁচে
সতেজ সবুজ জ্যান্ত,
একটু পরেই মরার খবর
বুঝি না তার ভ্যান্ত।
লাশের খবর রাখো রাখো
বাঁচার খবর চাই;
মৃত্যু তোমায় ঘেন্না করি
গুডবাই গুডবাই।
সূত্র: (আলমডাঙ্গা যাদবপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার)