লাল দালানে ভরো

আহাদ আলী মোল্লা

ডাকাতদলের হাত থেকে কেউ
যাচ্ছে নাতো বাদ,
যতোই তুমি হও না খুনি
সন্ত্রাসী জল্লাদ।

সাহেব নেতাও পায় না রেহাই
জিম্মি সবাই আজ,
ডাকাত কে আর সাধু কে তা
যায় করা আন্দাজ?

আমার পাশে তোমার পাশে
ভালো লোকের বেশ,
দেখে কি আর বলা যাবে
কি আছে উদ্দেশ।

ডাকাত হাতায় গয়নাগাটি
খুন করে দেয় জান,
তারচে’ বেশি বিপজ্জনক
নেয় কেড়ে সম্মান।

ওদের ধরো ধরো;
লাল দালানে ভরো।

সূত্র: ( কোটচাঁদপুরে জিম্মি করে সাবেক পৌর মেয়রের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি)

 

 

Comments (0)
Add Comment