লাটাই ছড়াসাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশবরেণ্য আট ছড়াকার

 

স্টাফ রিপোর্টার: ছড়াবিষয়ক পত্রিকা ‘লাটাই’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘লাটাই ছড়াসাহিত্য পুরস্কার ২০১৭’ ঘোষণা করা হয়েছে। এবার এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে দেশের খ্যাতিমান ৮ বরেণ্য ছড়াকার। গতকাল মঙ্গলবার এ পুরস্কারের ঘোষণা দেন উদ্যোক্তারা। মনোনীত ছড়াকারদেরকে দেশের কবি-সাহিত্যিক, লেখক, ছড়াকার ও সুধীজনেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বছর পুরস্কার পেয়েছেন লোকছড়ায় বিশিষ্ট লেখক খালেক বিন জয়েনউদ্দিন, দেশপ্রেমের ছড়ায় ফারুক নওয়াজ, শিশুতোষ ছড়ায় হাসান হাফিজ, হাস্যরসের ছড়ায় ফারুক হোসেন ও পদ্যছড়ায় স.ম. শামসুল আলম।

এছাড়া তরুণ ছড়াকার আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত ও মঈন মুরসালিনকে ছড়া রচনায় বিশেষ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে মাথাভাঙ্গাকে জানিয়েছেন এ পুরস্কারের অন্যতম উদ্যোক্তা লাটাই সম্পাদক বিশিষ্ট ছড়াকার মামুন সারওয়ার। দৈনিক মাথাভাঙ্গার পক্ষ থেকে পুরস্কারের জন্য নির্বাচিত ছড়াকারদেরকে অভিনন্দন জানিয়েছেন বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment