রাজনীতি

টিপ্পনী

টিপ্পনী

রাজনীতি

রাজনীতিতে রোজ রোজই হয়
নতুন নতুন খেলা,
মধ্যি মাঝে নেতার চেয়েও
ভঙ্গিমা নেয় চেলা।

সাহেব থেকেও পিয়ন বড়ো
ঘোড়ার চেয়ে চাবুক,
আমার কথার মর্ম বোঝার
চেষ্টাতে লোক ভাবুক।

মানীর যখন মান থাকে না
দেশটা কেমন চলে?
খুব মসিবত মর্যাতা তাই
যাচ্ছে রসাতলে।

আমার মতোন ভাবছে কজন
শেষ কি ভাবার পালা,
ওসব নিয়ে বলিসনে কেউ
গায় গতরে জ্বালা।

সূত্র:(আন্দোলন)

Comments (0)
Add Comment