আহাদ আলী মোল্লা
দফায় দফায় চুরি করে
হজম করো ঠিকই,
জানো না তো গেরস্তদের
যায় হয়ে যায় কী কী।
গয়নাগাটি চুরি করো
চুরি করো টাকা,
লোকের পকেট কেটেকুটে
করলে ফাঁকা ফাঁকা
বারে বারেই ফসকে গেলে
এবার বোধ হয় থাকবে জেলে
নাও গুছিয়ে সম্বল;
ঘটি বাটি কম্বল।
তুমি কেমন নারী;
চুরির কারণ জেলাজুড়ে
রটলো কেলেঙ্কারি।
সূত্র (চুয়াডাঙ্গার সদর হাসপাতাল থেকে নারী চোর পাকড়াও)