যায় না বলা ছি

আহাদ আলী মোল্লা

ও ছি ছি কী খেয়েছিস
বিক্রি করে জমি,
পেটের ভেতর কী ঢোকালি
শিগগিরই কর বমি।

বেচলি ঘটি বেচলি বাটি
শেষ ঠিকানা ভিটেমাটি
কিনে খালি কী;
উঠলে মনে ন্যাকার ওঠে
ঘেন্না লাগে ছি!

লোকে যেসব ত্যাগ করে তা
খাচ্ছো গিলে গিলে
এতোদিনে টের পেলে হে
তোমরা সবাই মিলে।

কী খেয়েছিস কী
যায় না বলা ছি!

 

সূত্র (আলমডাঙ্গায় ফেনসিডিলের সাথে প্র¯্রাব মিশিয়ে বিক্রি)

 

 

 

 

Comments (0)
Add Comment