যাবজ্জীবন

আহাদ আলী মোল্লা

জমিদারি বেশ দেখালে
সাজলে নবাব মিয়া,
ভাব ফুটুনি খুব করেছো
সেদিন গুজার গিয়া।

এখন গোঁজের গোড়ায় ভিড়ে
ঝেলো পাটা-নোড়ায় ভিড়ে
বেশ তো গতর ঘামাচ্ছো;
আগের মতো হুমকি দিয়ে
মাল কড়ি কি কামাচ্ছো?

ভেবেছিলে করবে হজম
কৃষক নূরুল হত্যা,
ওপর তলার মামু খালু
দেবেন নিরাপত্তা।

আইন কারো বাপ চাচা নয়
নয় তো বিয়ের বউ,
চৌদ্দ শিকের লাল দালানে
যাবজ্জীবন শোও।

সূত্র: ( মেহেরপুরের কৃষক নূরুল হুদা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন)

Comments (0)
Add Comment