যদি

আহাদ আলী মোল্লা

পরীক্ষা হয় সকাল বেলা
প্রশ্ন আউট রাতে,
মন্ত্রী বলেন চেষ্টা করেও
পারছি না সামলাতে।

এই যদি হয় পরীক্ষা-পাস
হবে জাতির কী সর্বনাশ
জবাব দেবে কে সে-
প্রশ্নগুলো আসে কি সব
হাওয়ার ওপর ভেসে?

কোথায় গলদ খুঁজছি বলদ
আমরা দেশের লোক,
দায়িত্ববান যিনি ওনার
অন্ধ কি দুই চোখ?

কার গায়ে কোন ভূতের আছর
আচ্ছা করে ঝাড়ুন,
তা যদি না পারেন মশাই
চেয়ারখানা ছাড়ুন।

সূত্র (এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নও ফেসবুকে)

Comments (0)
Add Comment