মেহেরপুরের দুই বিশিষ্ট লেখকের দুই গ্রন্থ প্রকাশ

 

মেহেরপুর অফিস: প্রকাশিত হলো মেহেরপুরের বিশিষ্ট লোকগবেষক আব্দুল্লাহ আল আমিনের প্রবন্ধ সংকলন ‘ধর্মনিরপেক্ষতা ও বাঙালির সম্প্রীতি সাধনা’ এবং কথা সাহিত্যিক শাশ্বত নিপ্পনের গল্পগ্রন্থ ‘অশনির ছন্দ’। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বই দুটির বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান। বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভি, প্রাবন্ধিক ও গল্পকার মোজাফ্ফর হোসেন, লেখক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতা ও শাশ্বত নিপ্পন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের। এর পরে সেখানে মঞ্চায়িত হয় নাটক ‘জাস্ট ডু ইট’। নাটকটির মূল বিষয়বস্তু ছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে জঙ্গিবাদকে নিশ্চিহ্ন করা। এছাড়াও একটি পরিবার থেকে সন্তানেরা কীভাবে জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে সে বিষয়গুলো নাটকটিতে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। রচনা ও নির্দেশনায় ছিলেন অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঢাকার শিল্পকলা একাডেমিতে আবারো নাটকটি মঞ্চায়িত হবে। অনুষ্ঠানের আয়োজন করে অরণি থিয়েটার।

Comments (0)
Add Comment