মূল মহাজন ধোরো

আহাদ আলী মোল্লা

মাদক সেবন বাড়ছে নাকি কমছে নাকি
বিক্রেতা বা ক্রেতা দেশে দমছে নাকি
কে সেই হিসাব রাখে,
মাদক মাদক ব্যবসা চলে
ছলেবলে কী কৌশলে
প্রশ্ন করি কাকে।

মেলা খাদক এই যে মাদক টানছে খালি
ছোটখাটো আঘাত পুলিশ হানছে খালি
সব মানুষই জানে;
কেনাবেচা করছে কারা
নেশার ধারা কার আশকারা
কারা এসব আনে?

বাড়ছে মাদক কেনা বেচা
বাড়ছে দেশে খোরও,
পারলে পুলিশ চামচা ছেড়ে
মূল মহাজন ধোরো।
সূত্র (চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বহনের দায়ে দুজনের কারাদ-)

 

আহাদ আলী মোল্লা

মাদক সেবন বাড়ছে নাকি কমছে নাকি
বিক্রেতা বা ক্রেতা দেশে দমছে নাকি
কে সেই হিসাব রাখে,
মাদক মাদক ব্যবসা চলে
ছলেবলে কী কৌশলে
প্রশ্ন করি কাকে।

মেলা খাদক এই যে মাদক টানছে খালি
ছোটখাটো আঘাত পুলিশ হানছে খালি
সব মানুষই জানে;
কেনাবেচা করছে কারা
নেশার ধারা কার আশকারা
কারা এসব আনে?

বাড়ছে মাদক কেনা বেচা
বাড়ছে দেশে খোরও,
পারলে পুলিশ চামচা ছেড়ে
মূল মহাজন ধোরো।
সূত্র (চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বহনের দায়ে দুজনের কারাদ-)

 

Comments (0)
Add Comment