মুরগির ডিম

আহাদ আলী মোল্লা

গোলার ভেতর মুরগি ছিলো
ডিম পাড়ে সে রোজই,
বাড়ির ছোট অবুঝ বালক
বড্ড আমিষভোজী।

মুরগি ঘরে বালক গিয়ে
খুঁজছিলো তাই ডিম,
সাঁঝের বেলায় ভাজি করে
খেয়ে হবে হিম।

কিন্তু হঠাত বিস্ফোরণের
শব্দ হলো জোরে,
একটু হলেই হয়তো খোকা
দিব্যি যেতো মরে।

কী ঘটনা ব্যাপার কী রে
শুনছি কী সব ওমা,
মুরগি এখন ডিম পাড়ে না
আস্ত পাড়ে বোমা।

সূত্র (গাংনীর তেঁতুলবাড়িয়ায় মুরগির ডিম খুঁজতে গিয়ে বোমা বিস্ফোরণ)

 

 

Comments (0)
Add Comment