আহাদ আলী মোল্লা
সুচির দেশে নৃশংসতা
লাশের ওপর লাশ
হলো খবর ফাঁস
চীন-রাশিয়া উৎসাহ দেয়
শাব্বাশ শাব্বাশ।
রোহিঙ্গাদের ওপর চলে
ধ্বংস বিনাশ নাশ
রক্তে রাঙা ঘাস
চীন রাশিয়া উৎসাহ দেয়
শাব্বাশ শাব্বাশ।
রাখাইনে আগুন জ্বলে
বয় না শিশুর শ্বাস
পোড়ে খুঁটির বাঁশ
চীন-রাশিয়া উৎসাহ দেয়
শাব্বাশ শাব্বাশ।
কেমন করে সই
মানবতা কই?
সূত্র: (আরও হামলার আশঙ্কায় বেড়েছে রোহিঙ্গা প্রবেশ)