আহাদ আলী মোল্লা
কতো মাদক এলো গেলো
কতো মাদক খাড়া,
সবাই ঘোরে বুক ফুলিয়ে
আমিই হতচ্ছাড়া-
ধরা খেলাম কপাল দোষে
ভাগ্যে ছিলো গেরো,
আমায় দেখে হাসে যে খুব
শাস্তি আছে এরও।
কিন্তু যারা রাঘব বোয়াল
আটক কি হয় তারা,
নাজাই লোকের বরাত খারাপ
এটাই নিয়ম ধারা।
এই সমাজের অনেক মানুষ
মাদব বেচে-খায়,
পয়সা দিয়েই ম্যানেজ; তা কি
কাক-বকে টের পায়?
সূত্র (চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসায়ীর ৭ বছরের কারাদBge)