মাদক এরই নাম

আহাদ আলী মোল্লা

জামাই বাবু নেশা করে
চায় টাকা রোজ রোজ,
বিকেল হলে আখড়াতে যায়
রয় না বাড়ি খোঁজ।

আজকে যদি গাঁজা টানে
কাল ইয়াবা খায়,
ফেনসিডিলের বোতল নিয়ে
গোভাগাড়ে যায়।

পরশু দেখি হেরোইনের
চুরুট ফোঁকে বেশ,
তারপরে হয় ঝুলি ঝাড়া
পয়সা কড়ি শেষ।

অবশেষে কোপাকুপি
নানান খারাপ কাম,
পরিবারের মাথায় লাঠি
মাদক এরই নাম।
সূত্র: (গাংনীতে জামাইয়ের হামলায় শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী আহত)
১২.০৮.২০১৭

 

Comments (0)
Add Comment