মাংসাশী

আহাদ আলী মোল্লা

নোবেল পেলেন মিয়ানমারের সুচি
তাই কতো লোক ভালোবেসে করলো কদমবুচি
দূত তিনি এক মানবতার
সঙ্গে আছে দানবও তার
নইলে নারীর কিভাবে হয় এমন অভিরুচি!

করেন হাজার খুন;
এটা ওনার গুণ
বলতে গেলেই সত্যি কথা মুখ হয়ে যায় চুন।

রাখাইনের আকাশ কাঁদে বাতাস কাঁদে ওই
নেই শিশুদের আনন্দ হইচই
সুচির মাথায় ঢুকেছে এক থিম
করতে হবে নিধন যতো রোহিঙ্গা মুসলিম।

আর্মি পুলিশ বিজিপিও লেলিয়ে দিলেন তাই
অধিকারহীন মানুষগুলোর নেই সেদেশে ঠাঁই
ঘরে আগুন বুকে গুলি রক্ত রাশি রাশি
শান্তিমাতা সুচি ম্যাডাম রাক্ষুসে মাংসাশী।
সূত্র: (রাখাইনে জখম নিয়ে পালিয়ে আসছে রোহিঙ্গারা)

Comments (0)
Add Comment