টিপ্পনী
মশা
মশার জ্বালায় আর বাঁচিনে
দেয় ফুটিয়ে হুল,
মশা নিয়েই দেশজুড়ে তাই
চলছে হুলস্থূল!
মশার কামড় আচ্ছা রকম
ফুলিয়ে দেয় গাল,
শরীরখানাও মশার হুলে
হয় খুবই লাল লাল!
হুলো মশার সঙ্গে থাকে
এডিস মশার দল,
তাদের কামড় খেয়ে রোগী
বাড়ছে অনর্গল!
এবার কামান দাগার পালা
তাই প্রয়োজন ঋণ,
ডেঙ্গু মশার কামড় খেয়ে
গা করে চিনচিন!
সূত্র:(মশা নিধনে বিশ্বব্যাংকের ঋণ চায় সরকার)