মশা

টিপ্পনী

টিপ্পনী
মশা

আমরা মশার খাচ্ছি কামড়
ফুটছে গায়ে হুল,
এডিশ মশার ভয় নিয়ে তো
ব্যাপক হুলস্থূল!

এই শহরের ড্রেনগুলোতেও
হচ্ছে মশার চাষ,
শিল্পী মশা গান কবিতায়
জানাচ্ছে উচ্ছ্বাস।

আমরা ভীতু ঘরেরে কোণায়
খাচ্ছি মশার বিষ,
রাতের বেলায় দিনের বেলায়
জ্বলছি অহর্নিশ।

নর্দমা ঝোড় ডোকায় মশা
আরামে দেয় ডিম;
তাও রয়েছেন কর্তা বাবু
এক্কেবারেই হিম!

সূত্র:(চুয়াডাঙ্গায় মশা নিধন অভিযান শুরু)

Comments (0)
Add Comment