আহাদ আলী মোল্লা
মলমপার্টির বাড় বেড়েছে কী যে
চলার পথে আতঙ্কিত থাকি
কখন কী হয় পাচ্ছিনে টের নিজে
গোপনে বেশ খাচ্ছি ধোঁকা ফাঁকি।
নাকে মলম চোখে মলম লাগে
হাতিয়ে নেয় লাখে লাখে টাকা
কম্ম খতম হলেই ওরা ভাগে
দেখছি পরে তবিল পকেট ফাঁকা।
আত্মীয়তা খাতির জমায় আরও
আপ্যায়নও করে পাশে বসে
বোঝার উপায় থাকে নাতো কারো
কখন আনে কব্জা এবং বশে।
খায় না ধরা খুব সহজে তারা
এক নিমেষে পালায় সুযোগ বুঝে
কত লোক হয় তিলেকে হুঁশ হারা
অপরাধী পাইনে খুঁজে খুঁজে।
সূত্র: (দামুড়হুদায় মলমপার্টির একজনকে ধরে পিটুনি)