আহাদ আলী মোল্লা
মনে রেখো মারলে মানুষ
নিজেও তুমি মরবে,
কোনো উপায় থাকবে না গো
তখন কি আর করবে-
মরবে তুমি মরবে।
মনে রেখো কাটলে মানুষ
ঝটপটিয়ে লড়বে,
আজকে তুমি ফঁসকে গেলেও
কালকে কাটা পড়বে-
মরবে তুমি মরবে।
আজকে ফাঁসির আদেশ হলো
কালকে তোমায় ধরবে,
এরপরে না লাল দালানের
সেই সে খাঁচায় ভরবে-
মরবে তুমি মরবে।
সূত্র: (মহেশপুরে শিশু আলপনা হত্যায় দুই আসামির ফাঁসি বহাল)