আহাদ আলী মোল্লা
খুন যেন খুব তুচ্ছ ব্যাপার
এক পলকেই হয়,
এই খুনিরা খুব সহজে
নেয় খুঁজে আশ্রয়।
ওদের অনেক থাকে পেলা
ওপর-নিচে বন্ধু মেলা
তারাই সাহস জোগায়;
গোটা সমাজ ভোগায়।
কিন্তু খুনি ধরতে হবে
উচিত বিচার করতে হবে
পার যেন না পায়,
ওদের জ্বালায় আমরা খুবই
আছি আশঙ্কায়।
ছাড় হবে না ছাড়;
ও খুনিরা শুনে রাখো
মটকে দেবো ঘাড়।
সূত্র: (চুয়াডাঙ্গার খাসপাড়ায় স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে খুন)