ভোটাভুটি

আহাদ আলী মোল্লা

ভোটের হাওয়া যখন ওঠে
সবাই সুখে হাসে,
মিছিল করে মিটিং করে
কতো জয়োল্লাসে।

মাথায় বিগাড় ওঠে কি না
ছড়ায় শুধু টাকা,
নাওয়া ভুলে খাওয়া ভুলে
পকেট বানায় খাঁ খাঁ।

অনেক ভোটার ধান্দা করেন
বেটে বেটে খান,
পাড়ায় পাড়ায় একাই ঘোরে
সিগাট বিড়ি পান।

প্রার্থী ছোটেন সকাল বিকাল
হয়না শোয়া বসা,
ভোটের সময় সব বাবাজির
এমনই হয় দশা।

সূত্র: (না ভোট ও সেনা মোতায়েনের পরামর্শ)
০১.০৮.২০১৭

Comments (0)
Add Comment