ভোট

টিপ্পনী

টিপ্পনী

ভোট

আবার শুরু ভোট
আবার শুরু ভোটের আমেজ
আবার শুরু ভোট,
পারলে এবার তাবত ভোটার
চাঙ্গা হয়ে ওঠ।

ভালো মানুষ বাছাই করে
অনেকভাবে যাচাই করে
প্রার্থী নেবো আসল-খাঁটি
বাঁধতে হবে জোট।

আসতে পারে হুমকি তাড়া
ভয়-ভীতি সব রুখে দাঁড়া
হোসনে যেন নতজানু
পাসনে মনে চোট।

আমার ভোটের মালিক আমি
ভোট মানে তো অনেক দামি
তার কাছে সব তুচ্ছ আপদ
নগদ টাকার নোট।

সূত্র:(চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী)

Comments (0)
Add Comment