আহাদ আলী মোল্লা
খাচ্ছি নকল দিন রাত্তির
দেখছি আলো লাল বাত্তির
আজব দশা এই জাত্তির
বাঁচা এখন দায়;
দুই নম্বর ছক বান্দার
সবাই যেন বেশ ধান্দার
চতুর্দিকে তাই আন্ধার
দেখতে শুধু পাই।
হচ্ছে ওপেন লুট ছিনতাই
দেশের মানুষ খুব চিন্তায়
টেনশনে যায় রাত-দিন তাই
এই আছি এই নাই;
খাঁটি মালের কই বিশ্বাস
শুঁকে শুঁকে নেই নিশ্বাস
ভেতরে যায় ফুল বিষ শ্বাস
ভেজাল গলদ খাই।
সূত্র: (দামুড়হুদায় ভেজাল আইসক্রিমসহ মালামাল জব্দ)