ভণ্ড প্রবঞ্চক

আহাদ আলী মোল্লা

চাকরি দেয়ার সস্তা বয়ান
আর দিয়ো না ভাই,
ভিটেমাটি বেচেকিনে
যাই মরে কান্নায়।

চাকরি মানেই ঘুষের কাড়ি
বিক্রি করে জায়গা বাড়ি
চোখে আসে জল,
চাকরি চাকরি করে আমার
ভুট পুঁজি সম্বল।

পাইনি তবু সোনার হরিণ
চাকরি খুঁজেই যাচ্ছি,
চাকরি দেয়ার কথা শুনেই
মনের সুখে নাচ্ছি।

টাকা দিলাম লাখে লাখে
চাকরি পাওয়ার শখ,
দেখছি শেষে ওই বেটারা
ভণ্ড প্রবঞ্চক।

 

সূত্র:(বিমানে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া মামলায় চুয়াডাঙ্গা মর্তুজাপুরের ৩জন গ্রেফতার)

 

Comments (0)
Add Comment