বড় বে-আক্কেল

আহাদ আলী মোল্লা

গাঁজায় দিলে টান
যায় জুড়িয়ে জান
গায়েবি সব আওয়াজ আসে
কী মেলে সন্ধান?

যারা টানে তারাই জানে
ভক্তি আসে মনে প্রাণে
সব ভোলে শেষমেশ;
বেশি বেশি টানলে নাকি
হয় সাধু-দরবেশ।

আর;
কলকে যিনি টেনে ফাটান
তিনিই কামেলকার।

এই হলোগে কলকে টানা
সাধু গোনেন জরিমানা
নইলে খাটেন জেল
বড় বে-আক্কেল।

সূত্র (চুয়াডাঙ্গার বড়সলুয়ার কালুশাহ’র আখড়া থেকে ১৪ গাঁজা সেবনকারী আটক)

৩০.১০.২০১৭

 

Comments (0)
Add Comment