আহাদ আলী মোল্লা
ব্লু হোয়েল মজার খেলা
খেললে আছে ফের,
ব্যাপারটা তাই বিশ্বজুড়ে
বড্ড আতঙ্কের।
যে খেলে তার হয় না ফেরা
খেলাটি তাই বিশ্বসেরা
ঘাতক প্রাণীর মতো
খেললে বিপদ যায় রেখে সে
বিরাট বিরাট ক্ষত।
হাত দিয়ো না কেউ ছুঁয়ো না
শখের বশে তাও
যে ছুঁয়েছে সেই মরেছে
বাচেনি একটাও।
ব্লু হোয়েলের গেমের কথা
কেউ কোয়ো না আর
পার পাবে না পার।
সূত্র: (ব্লু হোয়েল মোকাবেলায় কটোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী)